ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কম্যান্ডে ওয়ারশার ম্যান ও ট্রেডসম্যান মেট বিভাগে প্রার্থী নিয়োগের জন্য আগ্রহীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে।
শূন্যপদের সংখ্যা কত?
ওয়াশার ম্যান বিভাগে মোট শূন্য পদের সংখ্যা ৩৯। তার মধ্যে সংরক্ষিত আসনের বিভাজন কিছুটা এরকম-
UR- 19
SC- 4
ST- 3
OBC- 7
EWS- 6
ESM Quota- 8
PH- 1
অন্যদিকে ট্রেডসম্যান মেট বিভাগে মোট শূন্য পদের সংখ্যা ২৬। তার মধ্যে সংরক্ষিত আসনের বিভাজন কিছুটা এরকম-
UR- 20
SC- 1
OBC- 4
EWS- 1
ESM Quota- 3
PH- 2
Read More:গবেষক খুঁজছে DRDO; 58টি শূন্যপদে নিয়োগ, বেতন মাসে 1 লাখের বেশি!
নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা-
ওয়াশার ম্যান- আবেদনকারীকে কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণি বা তার সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতেই হবে। আবেদনকারীকে সেনা পোশাক ও সাধারণ নাগরিকের পোশাক পরিষ্কার করতে জানতে হবে।
ট্রেডসম্যান মেট- আবেদনকারীকে কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে দশম শ্রেণি বা তার সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করতেই হবে।
নিয়োগের প্রক্রিয়া-
আবেদনকারী প্রার্থীদের একটি নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রার্থীদের নিয়োগ করা হবে সরকারি ও সাংবিধানিক নিয়মাবলী মেনে। প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। সেই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও Still/Trade টেস্টের গুণমানের ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ করা হবে। বাছাই করা প্রার্থীদের সাউদার্ন কম্যান্ডের সদর দফতরের অধীনে AMC ইউনিটের যেকোনো জায়গায় পাঠানো হতে পারে।
বয়সসীমা-
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫-এর মধ্যে।
Read More:যে কোনও শাখায় স্নাতক? নিয়োগ করছে Hitachi
আবেদন পাঠানোর শেষ তারিখ-
বিজ্ঞাপণ প্রকাশিত হওয়ার ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
কীভাবে আবেদন করবেন?
বিজ্ঞাপণে চাওয়া সমস্ত নথি সঠিকভাবে সই-সহ পাঠাতে হবে The Commandant, Military Hospital, Defence Colony Road, Chennai, Tamilnadu, PIN- 600032-এই ঠিকানায়। ৪৫ দিনের মধ্যে পৌঁছানো রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টে পাঠানো আবেদনপত্রই শুধুমাত্র গ্রহণ করা হবে। আবেদনপত্র পাঠাতে খরচ হবে ১০০ টাকা।