অগ্নিপথ প্রকল্প
চার বছরের জন্য দেশের সাড়ে 17-23 বছর বয়সি তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে এই প্রকল্পে। অগ্নিবীর’দের চুক্তিকালীন সময় 4 বছর। ওই সময় শেষে 25%-কে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এবং বাকি 75% এককালীন আর্থিক সুবিধা দিয়ে মূলস্রোতে ফেরত পাঠানো হবে। থাকবে না কোনও পেনশন। অগ্নিপথ প্রকল্প ঘিরে বিক্ষোভের মাঝেই বিভিন্ন ক্ষেত্রে সরকার 75% অগ্নিবীরদের জন্য সংরক্ষণের ব্যবস্থার ঘোষণাও করেছে।
আবেদন কীভাবে?
অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনায় যোগ দিতে ইচ্ছুক অগ্নিবীর’রা 20 জুন থেকেই নিজেদের রেজিস্টার করতে পারবেন। joinindianarmy.nic.in সাইটে চোখ রাখলে বিজ্ঞপ্তি জানতে পারবেন ইচ্ছুক অগ্নিবীর’রা।
কবে পরীক্ষা?
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, 24 জুলাই অনলাইন পরীক্ষার “ফেজ ওয়ান” শুরু হওয়ার কথা। ডিসেম্বরের শেষে প্রথম দফার নিয়োগ শুরু হবে। 30 ডিসেম্বর শুরু হবে প্রথম ব্যাচের প্রশিক্ষণ। অন্যদিকে, নৌসেনা বাহিনীর নতুন নিয়োগের প্রথম ব্যাচের সদস্যরা 21 নভেম্বর থেকে প্রশিক্ষণ শুরু করবেন।
অগ্নিপথ প্রকল্প নিয়ে আপনাদের কী মতামত? বাংলা বা ইংরেজিতে জানান আমাদের। মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।