#ক্যানিং: ট্রেনের কামড়া থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডাউন ক্যানিং শিয়ালদহ লোকালে। ক্যানিং স্টেশানে ট্রেন যাত্রীরা রেল পুলিশে খবর দেন কামড়ার মধ্যে এক ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন।
সেই খবর পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রেল পুলিশ ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে নেন। ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।
তবে রেল পুলিশ জানিয়েছে ট্রেনের কামড়ার মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পড়েছিলেন। সংজ্ঞাহীন অবস্থায় ওই ব্যক্তির পরে থাকার খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে। তবে রেল পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি হাসপাতালে আসা রোগীর পরিবাররা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Local Train, West Bengal news