#কলকাতা: সোমবার ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার মা উড়ালপুল। এদিন উড়ালপুলে একটি চলন্ত গাড়িতে আগুন লাগে।
চলতি বছরের এপ্রিল মাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মা উড়ালপুলে। জমা আবর্জনায় আগুন লেগে যানজটের সৃষ্টি হয় উড়াপুলে, যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মা উড়ালপুলে দুর্ঘটনার খবর অবশ্য নতুন নয়। এর আগে চিনা মঞ্জায় বহু বাইকারোহী আহত হয়েছেন মা উড়ালপুলে। বেপরোয়া গাড়ি চালিয়ে উড়ালপুল থেকে সোজা নীচে রাস্তায় পড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে।
এর আগে গত বছর নভেম্বর মাসে ফাঁকা মা উড়ালপুলে গাড়ি দাঁড় করিয়ে ঝাঁপ দিয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে উদ্ধার হওয়া গাড়িতে সরকারি দফতরের লোগো ছিল। মা উড়ালপুলে এ ধরনের মরণঝাঁপ কিংবা দুর্ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার উড়ালপুল থেকে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।
Anup Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maa Flyover