Wednesday, June 29, 2022

Global Peace Index 2022: সব চেয়ে শান্তির দেশ আইসল্যান্ড, সব চেয়ে অশান্তির আফগানিস্তান; ভারতের অবস্থান কত তম স্থানে জানেন?

- Advertisement -spot_img
- Advertisement -spot_img


নিজস্ব প্রতিবেদন: বিশ্বের কোনও দেশে শান্তি বিরাজ করে, কোনও দেশে ঘোর অশান্তি। সেই হিসেবেই সেই দেশের জনমানস তার প্রতিক্রিয়া জানায়। শান্তি বা অশান্তির চেহারাটা জনগণের আচরণ এবং সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরই বেশি নির্ভর করে। সেই হিসেবে শান্তির তালিকায় বিশ্বের শীর্ষে আইসল্যান্ড, সব চেয়ে নীচে আফগানিস্তান। 

ভারতের অবস্থা মোটেই খুব আশাব্যঞ্জক নয়। গ্লোবাল শান্তি ইনডেক্স ২০২২ অনুযায়ী ভারত নিজেদের অবস্থান উন্নতি করেছে ঠিকই, তবে সেটা এমন কিছু নয়। এর আগের বার তারা ১৩৮ তম স্থানে ছিল, এখন ১৩৫ তম স্থানে এসে পৌঁছল। কিন্তু বিশ্ব-শান্তির সার্বিক ছবির নিরিখে এটা বেশ হতাশাজনক।

আইসল্যান্ডের পরেই রয়েছে নিউ জিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, পর্তুগাল। আর একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। ১৬৩তম স্থানে। তার পর ইয়েমেন, সিরিয়া, রাশিয়া, দক্ষিণ সুদান।

যুদ্ধ হিংসা ইত্যাদির আবহ থাকায় ২০২১-র পর বিশ্বের আর্থিক ব্যবস্থায় ১২৮৭ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া চলে গিয়েছে অশান্তির তালিকায়। শান্তি বিঘ্নিত হয়েছে ইউক্রেনেরও। সেই দেশটিও অশান্তিতে ভরে গিয়েছে।

(পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর) 

আরও পড়ুন: New Era For Colombia: প্রথম বামপন্থী প্রেসিডেন্ট ও প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট পেল কলম্বিয়া

Source link

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img