দক্ষিণবঙ্গে একদিকে বিলম্বিত বর্ষা। বর্ষা দেরিতে আসা যেমন একটি কারণ তেমনই গোটা জুন মাস ধরেই কোনও সিনোপটিক সিচুয়েশন তৈরি হয়নি দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, জুন মাসে বঙ্গোপসাগরে একটাও সিস্টেম তৈরি হয়নি। এবং কয়েকদিন দেরিতে মৌসুমী বায়ু ঢুকেছে দক্ষিণবঙ্গে। সামগ্রিকভাবে এইসব কারণের জন্যই জুন মাসে এবার বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে। তবে জুলাই মাসের শুরুটা বেশ ভালো হয়েছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।