#কলকাতা: মৌসুমী বায়ুর কারণে নির্ধারিত যা বৃষ্টি বরাদ্দ এখনও অবধি দক্ষিণবঙ্গে তার থেকে বৃষ্টি ঘাটতির পরিমাণ ৪০ শতাংশ এমনটাই জানিয়েছে আইএমডি বা মৌসম ভবন৷ এর ফলে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এবার জুলাই মাসের মাঝখান পেরিয়ে গেলেও বৃষ্টির পরিমাণ বেশ কম৷ আর বুধবারও সেই ছবিতে এক ধাক্কায় ১৮০ ডিগ্রি পরিবর্তনের বিশেষ কোনও সম্ভবনা নেই৷ Photo -Representative