কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে। অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। Photo- Representative
যদিও ফিল লাইক তাপমাত্রা ফের একবার ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা জারি৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ৷ Photo- Courtesy- Accuweather
এদিকে মৌসুসী বায়ুর অদ্ভুত আচরণে সামনের ২ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ৪/৫ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। Photo- Representative
২৪ ঘণ্টায় পশ্চিমের দিকের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও বীরভূমে দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা জারি রয়েছে৷ Photo- Representative
শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা শুক্র ও শনিবার। Photo- Representative
এদিকে দক্ষিণে বৃষ্টি এরকম কম কম হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিই চলবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। Photo- Representative
বুধবার ভারী বৃষ্টির সম্ভবনা থাকছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির ওয়েদার ফোরকাস্ট রয়েছে৷ বৃষ্টির পরিমাণও বাড়ছে হু হু করে৷ হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। Photo- Representative
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Weather Update, Rain, West bengal weather update