শিক্ষাগত যোগ্যতা
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা। সেই সঙ্গে কোনও সরকারি ওয়ার্কশপ বা নামী অটোমোবাইল সংস্থায় দু’বছর কাজের অভিজ্ঞতা।
মাধ্যমিক উত্তীর্ণ এবং সেই সঙ্গে ইন্টারনাল কমবাশন ইঞ্জিন তৈরি, মেরামতি বা রক্ষণাবেক্ষণ নিয়ে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা।
নির্বাচিত আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সার্কল বা দেশের অন্য যে কোনও প্রান্তে নিয়োগ করা হতে পারে।
Read More: রেলে ফের অফিসার নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?
নির্বাচন প্রক্রিয়া
প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। পরীক্ষার তারিখ ও জায়গা যোগ্য প্রার্থীদের আলাদাভাবে জানিয়ে দেওয়া হবে। যাঁরা প্রাথমিকভাবে যোগ্যতামান পেরোতে পারবেন না, তাঁদের আলাদাভাবে কোনওকিছু জানানো হবে না।