অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট মিলিয়ে পাওয়া গিয়েছে প্রায় ৫০ কোটি। তবে টাকার পাশাপাশি প্রচুর গয়না পাওয়া গিয়েছে দুই জায়গাতেই। জানা গিয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১১টা সোনার চুড়ি, ৯টি ছোট হার, ৪টি হার, ১টি সোনার পেন, ৫টি আংটি, ৭টি সোনার চেন এবং ৬টি বালা (সোনার)। ইডি নিজেদের নথিতে জানিয়েছে, বালার ওজন ৫০০ গ্রাম।