Saturday, December 3, 2022

CWG 2022 : ২২টি সোনা, মোট ৬১টি মেডেল, চারে শেষ করল ভারতীয় দল

- Advertisement -spot_img
- Advertisement -spot_img


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালের গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে পদক সংখ্যা ছিল ৬৬। তবে এ বার বার্মিংহামে পদক সংখ্যা কমে হল ৬১। সদ্য সমাপ্ত কমনওয়েলথে ভারত মোট ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পেয়েছে। তবে ভারতের কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল ২০১০ সালে। সে বার দিল্লি কমনওয়েলথ গেমসে মোট ১০১টি পদক জিতে দ্বিতীয় স্থানে ছিল টিম ইন্ডিয়া। 

এক নজরে দেখে নিন ২০২২ কমনওয়েলথ গেমসের পুরো পদকের তালিকা:

১) সোনা – পিভি সিন্ধু – ব্যাডমিন্টন মহিলা সিঙ্গলস

২) সোনা – লক্ষ্য সেন – ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলস

৩) সোনা – নিখাত জারিন – বক্সিং মহিলা লাইট ফ্লাইওয়েট

৪) সোনা -ভিনেশ ফোগাট – কুস্তি মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি 

৫) সোনা – রবি কুমার দাহিয়া – কুস্তি পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি

৬) সোনা – নবীন কুমার – কুস্তি পুরুষদের ফ্রিস্টাইল ৭৪ কেজি

৭) সোনা – শরথ কমল – টেবিল টেনিস পুরুষ সিঙ্গলস

৮) সোনা – নিতু গাংঘাস – বক্সিং সর্বনিম্ন ওজন

৯) সোনা – অমিত পাঙ্গল – বক্সিং ফ্লাইওয়েট

১০) সোনা – বজরং পুনিয়া – কুস্তি পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি

১১) সোনা- সাক্ষী মালিক – কুস্তি মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি

১২) সোনা – দীপক পুনিয়া – কুস্তি পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজি

১৩) সোনা – মীরাবাই চানু – ভারোত্তোলন মহিলাদের ৪৯ কেজি

১৪) সোনা – জেরেমি লালরিনুঙ্গা – ভারোত্তোলন পুরুষদের ৬৭ কেজি

১৫) সোনা – অচিন্ত্য শিউলি – ভারোত্তোলন পুরুষদের ৭৩ কেজি

১৬) সোনা – লাভলি চৌবে, পিঙ্কি, নয়নমনি সাইকিয়া, রূপা রানী তিরকি – লন বল মহিলাদের বিভাগ

১৭) সোনা – শরথ কমল, জি সাথিয়ান, হরমিত দেশাই, সানিল শেঠি – টেবিল টেনিস পুরুষ দল

১৮) সোনা – সুধীর – প্যারা পাওয়ারলিফটিং পুরুষদের হেভিওয়েট

১৯) সোনা – ভাবিনা প্যাটেল – মহিলাদের সিঙ্গলস ক্লাসেস ৩-৫

২০) সোনা- এলডহোস পল- পুরুষদের ট্রিপল জাম্প

২১) সোনা – শরথ কমল, শ্রীজা আকুলা – টেবিল টেনিস মিক্সড ডাবলস

২২) সোনা – সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেঠি – ব্যাডমিন্টন পুরুষদের ডাবলস

২৩) রুপো – ভারতের পুরুষ হকি দল

২৪) রুপো – ভারত মহিলা ক্রিকেট দল

২৫) রুপো – আংশু মালিক – কুস্তি মহিলাদের ফ্রিস্টাইল ৫৭ কেজি

আরও পড়ুন: Asia Cup 2022 : ফিরলেন বিরাট কোহলি, চোটের জন্য বাদ জসপ্রীত বুমরা-হর্ষল প্যাটেল

আরও পড়ুন: CWG 2022, PV Sindhu: সিন্ধুই ভারতের সেরা মহিলা অ্যাথলিট, জানিয়ে দিলেন পুল্লেলা গোপীচাঁদ

২৬) রুপো – মুরালি শ্রীশঙ্কর – পুরুষদের লং জাম্প

২৭) রুপো – কিদাম্বি শ্রীকান্ত, সাত্ত্বিক সাইরাজ, সুমিত রেড্ডি, লক্ষ্য সেন, চিরাগ শেঠি, ট্রিসা জলি, আকাশী কাশ্যপ, অশ্বিনী পোনাপ্পা, গায়ত্রী গোপীচাঁদ, পিভি সিন্ধু – ব্যাডমিন্টন মিক্সড টিম ইভেন্ট

২৮) রুপো – শরথ কমাল, জি সাথিয়ান – টেবিল টেনিস মিক্সড ডাবলস

২৯) রুপো – বিকাশ ঠাকুর – ভারোত্তোলন পুরুষদের ৯৬ কেজি

৩০) রুপো – শুশীলা দেবী লিকমাবাম – জুডো মহিলাদের ৪৮ কেজি

৩১) রুপো – বিন্দ্যারানী দেবী – ভারোত্তোলন মহিলাদের ৫৫ কেজি

৩২) রুপো – তুলিকা মান – জুডো মহিলাদের ৭৮ কেজি

৩৩) রুপো – সংকেত সরগর – ভারোত্তোলন পুরুষদের ৫৫ কেজি

৩৪) রুপো – অবিনাশ সাবলে – পুরুষদের ৩,০০০ মিটার স্টিপলচেজ

৩৫) রুপো – প্রিয়াঙ্কা গোস্বামী – মহিলাদের ১০ কিমি রেস ওয়াক

৩৬) রুপো – দীনেশ কুমার, চন্দন কুমার সিং, সুনীল বাহাদুর, নবনীত সিং – লন বল পুরুষদের টিম ইভেন্ট

৩৭) রুপো – আবদুল্লাহ আবুবকর- পুরুষদের ট্রিপল জাম্প

৩৮) রুপো – সাগর আহলাওয়াত – বক্সিং পুরুষদের সুপার হেভিওয়েট

৩৯) ব্রোঞ্জ – গুরুরাজা পূজারি – ভারোত্তোলন পুরুষদের ৬১ কেজি

৪০) ব্রোঞ্জ – বিজয় কুমার যাদব – জুডো পুরুষদের ৬০ কেজি

৪১) ব্রোঞ্জ – হরজিন্দর কাউর – ভারোত্তোলন মহিলাদের ৭১ কেজি

৪২) ব্রোঞ্জ – লাভপ্রীত সিং – ভারোত্তোলন পুরুষদের ১০৯ কেজি

৪৩) ব্রোঞ্জ – সৌরভ ঘোষাল – স্কোয়াশ পুরুষ সিঙ্গলস

৪৪) ব্রোঞ্জ – গুরদীপ সিং – ভারোত্তোলন পুরুষদের ১০৯ কেজি+

৪৫) ব্রোঞ্জ – তেজস্বিন শঙ্কর – পুরুষদের হাই জাম্প

৪৬) ব্রোঞ্জ – দিব্যা কাকরন – কুস্তি মহিলাদের ৬৮ কেজি

৪৭) ব্রোঞ্জ – মোহিত গ্রেওয়াল – কুস্তি পুরুষদের ১২৫ কেজি

৪৮) ব্রোঞ্জ- জেসমিন- বক্সিং মহিলাদের লাইটওয়েট ৬০ কেজি

৪৯) ব্রোঞ্জ – পূজা গেহলট – রেসলিং ফ্রিস্টাইল মহিলাদের ৫৭=০ কেজি

৫০) ব্রোঞ্জ – পূজা সিহাগ – রেসলিং ফ্রিস্টাইল মহিলাদের ৭৬ কেজি

৫১) ব্রোঞ্জ – হুসামুদ্দিন – পুরুষদের বক্সিং ফেদারওয়েট

৫২) ব্রোঞ্জ – দীপক নেহরা – কুস্তি ফ্রিস্টাইল পুরুষদের ৯৭ কেজি

৫৩) ব্রোঞ্জ – ভাবিনাবেন প্যাটেল – প্যারা টেবিল টেনিস মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫ 

৫৪) ব্রোঞ্জ – রোহিত টোকাস – বক্সিং পুরুষদের ওয়েল্টারওয়েট ৬৭ কেজি

৫৫) ব্রোঞ্জ – ভারতীয় মহিলা হকি দল

৫৬) ব্রোঞ্জ- সন্দীপ কুমার- পুরুষদের দশ হাজার মিটার রেস ওয়াক

৫৭) ব্রোঞ্জ- আন্নু রানী- মহিলাদের জ্যাভলিন থ্রো

৫৮) ব্রোঞ্জ – সৌরভ ঘোষাল এবং দীপিকা পালিক্কাল – স্কোয়াশ মিক্সড ডাবলস

৫৯) ব্রোঞ্জ – কিদাম্বি শ্রীকান্ত – ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গলস

৬০) ব্রোঞ্জ- গায়ত্রী গোপীচাঁদ, বৃক্ষ জলি- ব্যাডমিন্টন মহিলা ডাবলস

৬১) ব্রোঞ্জ – জি. সাথিয়ান – টেবিল টেনিস পুরুষ সিঙ্গলস

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Source link

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img