বিশ্বজিৎ সাহা, কলকাতা: চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টি কম, দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। তবে তাপমাত্রায় হার মানাবে উত্তরবঙ্গ। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
আগামী ১-২ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা- এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ৷ কলকাতায় আজ, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ৷
দক্ষিণবঙ্গে আপাতত কোনও সিস্টেম না থাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প এবং তাপমাত্রা বেশি থাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ, মঙ্গলবার বৃষ্টি অবশ্য কিছুটা বাড়তে পারে। মঙ্গলবার মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলায় ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে। চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা বাড়লে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও ক্রমশ বাড়বে।
আরও পড়ুন– রাশিফল ২৩ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কম হবে, বাড়বে তাপমাত্রা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বেশি থাকবে। তবে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে। স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে সাধারণত তাপমাত্রা কম থাকে, তাই দিনের বেলায় এই তাপমাত্রা বাড়লে এবং জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া হবে আগামী কয়েক দিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal weather update, Kolkata Weather, Weather Forecast