দিগ্বিজয় মাহালি, ডেবরা: অজ্ঞাতপরিচয় কোনও দুষ্কৃতী নয়, নিজের স্ত্রীকেই অ্য়াসিড ছুড়ে মারলেন স্বামী! চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত গৃহবধূ।
ঘটনাটি ঘটেছে ডেবরার হামিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতির মধ্য়ে প্রায়শই অশান্তি হত। শুক্রবারও দু’ জনের মধ্য়ে বচসা শুরু হয়। তখনই আচমকা স্ত্রীকে অ্য়াসিড ছুড়ে মারেন অভিযুক্ত।
আরও পড়ুন: জঙ্গলের বাইরে স্কুটার, গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ওড়িশার নিখোঁজ মহিলা ক্রিকেটারের দেহ
ঘটনার খবর পেয়েই আক্রান্তকে উদ্ধার করতে আসে ডেবরা থানার পুলিশ। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্য়দিকে অভিযুক্ত স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁকে মেদিনীপুর আদালতে পাঠানো হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।
অ্য়াসিড হামলার ঘটনা রুখতে সরকারি ভাবে অ্য়াসিড বিক্রির ক্ষেত্রে একাধিক নিয়ম মানার কথা। যদিও বাস্তবে তা মানা হয় না। তাই বার বারই অ্য়াসিড হামলার ঘটনা সামনে আসে। যদিও স্বামীই স্ত্রীকে অ্য়াসিড ছুড়ে মারছেন, এমন ঘটনায় ওই দম্পতির প্রতিবেশীরাই হতবাক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Acid Attack, Debra, Paschim Medinipore