ইসলামপুর: টাকার লোভ দেখিয়ে অভিনব কায়দায় এক মহিলার কাছ থেকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়।
অভিযোগকারী মুসলিমা খাতুন জানিয়েছেন, এদিন দুপুরের ইসলামপুর থানার রাজু বস্তি থেকে ব্যাঙ্কে টাকা তুলতে এসেছিলেন তিনি। ব্যাঙ্ক থেকে দুই হাজার টাকা তুলে ইসলামপুর বাস টার্মিনাসে আসেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন দু’জন দুষ্কৃতী তাঁকে টাকার লোভ দেখাতে শুর করেন। দুষ্কৃতীরা তাঁকে সোনার গয়না দেখানোর নাম করে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বলেন। দুষ্কৃতীদের খপ্পরে পড়ে ওই মহিলা সোনার কানের দুল খুলে দেন দুষ্কৃতীদের হাতে।
আরও পড়ুন:রাতে হাঁটতে গিয়ে আর বাড়ি ফিরলেন না গৃহশিক্ষক, রাস্তায় পড়ে দেহ! কী ঘটল আসলে?
আরও পড়ুন: হঠাৎ আদালতে সৌমিত্র খাঁ-সুজাতা! বিচারকের কাছে জানালেন, ‘সম্পর্ক শেষ’
এরপর ওই সোনার দুল অন্য এক ব্যক্তিকে দেখানোর নাম করে চম্পট দেয় দুষ্কৃতীরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চঞ্চল মোদক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime