তবে বিশেষজ্ঞরা একটি স্টকে বিনিয়োগের বিষয়ে গ্রিন সিগন্যাল দিচ্ছেন। এটি একটি জনপ্রিয় কোম্পানির স্টক। বিশেষজ্ঞরা মনে করছেন চলতি সপ্তাহে লাভের খোঁজ থাকলে, এই স্টকটির উপরে বাজি রাখা যেতে পারে। বাজার বিশেষজ্ঞরা এখানে বলছেন টেক জায়ান্ট ইনফোসিসের বিষয়ে। স্টকটির জন্য 1565 টাকার টার্গেট লিমিট লক করেছেন অধিকাংশ বিশেষজ্ঞ।
একটি রিপোর্ট বলছে, 44 জন বিশেষজ্ঞের মধ্যে 17 জন এই স্টক কেনার পরামর্শ দিচ্ছেন, একইসঙ্গে আরও 19 জন অর্থাৎ মোট 36 জন এই স্টকটি কেনার সুপারিশ করেছেন। এছাড়া 5 জন বিশেষজ্ঞ বলছেন স্টকটিতে হোল্ড করতে, মাত্র 3 জন বিশেষজ্ঞ জানাচ্ছেন স্টকটি হাত থেকে ছাড়তে।

শেয়ার বাজার আপডেট
ইনফোসিসের শেয়ারের দর কেমন রয়েছে?
বিশেষজ্ঞদের প্রত্যাশা মতোই সপ্তাহের প্রথম দিন ইনফোসিসের শেয়ারের দর ক্রমশ ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন ইনফোসিসের শেয়ারের দর রয়েছে বেলা 12টার সময় 1,520 টাকায়। বাজার খোলার সময় তা ছিল 1,510 টাকা। আশা করা হচ্ছে বাজার বন্ধের সময় এই শেয়ারের দর আরও বাড়তে পারে। বিগত 5 দিনের তথ্য দেখলে দেখা যাচ্ছে, শেয়ারটি প্রায় সাড়ে 3 শতাংশ বৃদ্ধি পেয়ছে। 1468 টাকা থেকে ইনফোসিসের শেয়ারের দাম পৌঁছেছে 1520 টাকাতে।
অন্যদিকে, কোম্পানিটি একটি লাভজনক হিসেবেই নিজেদের প্রমাণিত করেছে। চলতি আর্থিক বছরের তৃতীয় কোয়ার্টারে সংস্থাটির মোট আয় 20 শতাংশ বেড়ে হয়েছে 38,318 টাকা। একইসঙ্গে গোটা আর্থিক বছরে তাঁদের আয় 16 শতাংশ বৃদ্ধি হবে বলে মনে করছে কোম্পানি।
আরও খবর পড়ুন – গুগল পে-তে রোজ টাকা পাঠান, এবার জিতে জেতে পারেন হাজার টাকা
বি.দ্র: শেয়ার বাজারে বিনিয়োগ সর্বদাই ঝুঁকিপূর্ণ। তাই নিজের সিদ্ধান্তে ও বিশেষজ্ঞদের পরামর্শেই শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য জানানোর কাজ করছে। বিনিয়োগ সংক্রান্ত দায়িত্ব বিনিয়োগকারীর নিজের।