জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চিন পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্প ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে, এবার এমনই এক অভিযোগ প্রকাশ্যে এল। বর্তমানে টালমাটাল অর্থনীতি পাকিস্তানে। ভয়ঙ্কর সেই অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ভারতের পড়শি রাজ্যে। এই পরিস্থিতিতে চিন সাহায্য না করে পরিস্থিতির সুবিধা নেওয়ার চেষ্টা করছে, উঠল এমনই অভিযোগ।
সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে যে, এই প্রকল্পটির সুযোগ নিয়ে চিন ইসলামিক দেশগুলি থেকে মহিলা পাচার করে চলেছে। সেই রিপোর্টে এও বলা হয়, ২০২৯ এ যখন চিনারা পাকিস্তানে আসে সেই সময় পাক নাবালিকা মহিলাদের বিয়ে করেন তারা। সেই মহিলাদের তারা চিনে নিয়ে যান।
বিশেষজ্ঞদের মতে, চিন বিয়ের অজুহাতে মানব পাচার চালাচ্ছে এবং পাকিস্তান তা বন্ধ করার জন্য একেবারে কিছুই করেনি। ওয়াকিবহাল মহলের মতে, ইসলামিক দেশটি নানাবিধ বিষয়ে চিনের কাছে ঋণী। হয়তো সেই কারণেই এই ঘটনা নিয়ে নীরব পাকিস্তান। অনেকের মতে, রিপোর্টে প্রকাশিত হলেও মেয়েদের পাচারে সহায়তা করছে পাকিস্তানও। মনে করা হচ্ছে, চিনারা ভুয়ো ব্যবসায়িক নথির ভিত্তিতে মেয়েদের সে দেশে দেশে নিয়ে যাচ্ছে।
সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে যে, এই প্রকল্পটির সুযোগ নিয়ে চিন ইসলামিক দেশগুলি থেকে মহিলা পাচার করে চলেছে। সেই রিপোর্টে এও বলা হয়, ২০২৯ এ যখন চিনারা পাকিস্তানে আসে সেই সময় পাক নাবালিকা মহিলাদের বিয়ে করেন তারা। সেই মহিলাদের তারা চিনে নিয়ে যান।
বিশেষজ্ঞদের মতে, চিন বিয়ের অজুহাতে মানব পাচার চালাচ্ছে এবং পাকিস্তান তা বন্ধ করার জন্য একেবারে কিছুই করেনি। ওয়াকিবহাল মহলের মতে, ইসলামিক দেশটি নানাবিধ বিষয়ে চিনের কাছে ঋণী। হয়তো সেই কারণেই এই ঘটনা নিয়ে নীরব পাকিস্তান। অনেকের মতে, রিপোর্টে প্রকাশিত হলেও মেয়েদের পাচারে সহায়তা করছে পাকিস্তানও। মনে করা হচ্ছে, চিনারা ভুয়ো ব্যবসায়িক নথির ভিত্তিতে মেয়েদের সে দেশে দেশে নিয়ে যাচ্ছে।