ঘাটকোপর পুলিশ স্টেশনের এক আধিকারিক এই ঘটনার খবর জানাতে গিয়ে বলেছেন মেয়েটি টয়লেটে গেলে অভিযুক্ত জোর করে ভেতরে ঢুকে এসে রেপ করে৷ সেই সময় ধর্ষণের ভিডিও রেকর্ডিং করছিল তারা৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দেয়। ঘাটকোপর পুলিশ IPC-র ধারা ৩৭৬, ৩৭৬(জে) (এল), ৩২৩, ৫০০, ৩৪ এবং পকসো আইনের ধারা ৪ ও আইটি ধারা ৬৬ (ই), ৬৭ (বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে৷