গ্রে মার্কেটে কী অবস্থা রয়েছে?
একাধিক ব্রোকারেজ সংস্থাগুলি জানাচ্ছে, সংস্থাটি গ্রে মার্কেটেও ভালো পারফর্ম করেছে। গ্রে মার্কেটে এই স্টকটি লেনদেন হয়েছে 99 টাকায়। এই প্রবণতা বজায় থাকলে কোম্পানির স্টক 100 টাকায় শেয়ার বাজারে লিস্টেড হতে পারে। অর্থাৎ শেয়ার বাজারে আসার প্রথম দিনেই 20 শতাংশ মুনাফা পেতে পারেন বিনিয়োগকারীরা। তবে লগ্নিকারীদের মাথায় রাখতে হবে, বিনিয়োগের আজই শেষ দিন। এই IPO-তে বিনিয়োগ ওপেন হয়েছিল 20 জানুয়ারি।

এই IPO-তে বিনিয়োগের জন্য লগ্নিকারীদের কয়েকটি বিষয় সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে। তার মধ্যে অন্যতম হল, ট্রান্সভয় লজিস্টিক ইন্ডিয়া লিমিটেডের IPO-র লটের আকার হল 1600 শেয়ার৷ এই IPO-র মোট আকার রয়েছে 5.11 কোটি টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে, এই IP0 কেনার পর বিনিয়োগকারীদের জন্য শেয়ার বরাদ্দ হবে চলতি মাসের 30 তারিখ। অর্থাৎ বিনিয়োগকারীরা নিজের পোর্টফোলিওতে এই স্টককে দেখতে পাবেন 30 জানুয়ারি থেকেই। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, এটির শেয়ার বাজারে সম্ভাব্য লিস্টেড ডেট হতে চলেছে 2 ফেব্রুয়ারি। কোনও খুচরো বিনিয়োগকারীকে ট্রান্সভয় লজিস্টিক ইন্ডিয়া লিমিটেডের IPO-তে বিনিয়োগ করতে হলে কমপক্ষে 113,600 টাকা বিনিয়োগ করতে হবে। BSE-SME-তে এই কোম্পানির শেয়ার লিস্টেড হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, শেয়ার বাজারে এই মুহূর্তে অস্থির অবস্থা বিদ্যমান। বেশিরভাগ স্টকেই উত্থান পতন শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে একটি লাভজনক IPO-কে অনেক বিনিয়োগকারীই টার্গেট করে রেখেছেন।
বি.দ্র: শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য প্রকাশিত। এক্ষেত্রে বিনিয়োগের জন্য নিজের বিবেচনা ও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।