জিয়াউল আলম, দেগঙ্গা: কুপ্রস্তাবে রাজি হননি। আর সেই রাগেই এক গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে আরজিকর হাসপাতালে মৃত্য়ু হয় উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার বাসিন্দা ৪৮ বছরের ওই মহিলার। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তের।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের তাঁদের বাড়িতে যাতায়াত ছিল। সেই সূত্রেই সে বেশ কয়েক বার ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। যা প্রত্য়াখ্য়ান করেন তিনি। গত ২৩ জানুয়ারি ওই গৃহবধূর পেটে ব্য়থা হয়। অভিযোগ, পেটে ব্য়থার ওষুধের নাম করে ওই গৃহবধূকে কীটনাশক দেন ওই যুবক। আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ।
আরও পড়ুন: সম্পত্তির লোভে এত নৃশংসতা! বাবার সঙ্গে এমন ভয়ানক আচরণ সম্ভব? ক্ষোভে ফুঁসছে মালদহ
অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে সেখানেই মৃত্য়ু হয় তাঁর।
ঘটনার পরই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী। ইতিমধ্য়েই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত যুবক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আপনার শহর থেকে (উত্তর ২৪ পরগণা)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Murder, North 24 Parganas